ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের বেশিরভাগ গার্মেন্টস খুলেছে, সেনাবাহিনী ও বিজিবির টহল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৪ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক ছুটির দিনে গাজীপুরে  তৈরি পোশাক কারখানাসহ অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে । শুক্রবার সকাল থেকে  নারী পুরুষ শ্রমিকরা গুরি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন।

এসব শিল্প কারখানাতে  উৎপাদন স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।  সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।                                 
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের টঙ্গী জোনের এএসপি মোশাররফ হোসেন জানান,  শিল্পাঞ্চলের  পরিস্থিতি সকাল  পর্যন্ত সব স্থানে শান্ত ও স্বাভাবিক রয়েছে । শিল্প পুলিশের একটি সূত্র মতে, সাপ্তাহিক ছুটির দিনে এই শিল্পাঞ্চলে শতকরা প্রায় ৭৫ ভাগ শিল্প কারখানা খোলা রয়েছে ।

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি